How to register Online News Portal in Bangladesh | অনলাইন পত্রিকা নিবন্ধন করার নিয়ম

Header Ads Widget

Latest

6/recent/ticker-posts

How to register Online News Portal in Bangladesh | অনলাইন পত্রিকা নিবন্ধন করার নিয়ম

 


চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে, ফোর জি, ফাইব জি আর ব্রডব্যন্ডের ছড়া-ছড়িতে আলোর গতিতে অবাধে  যখন তথ্য প্রবাধিত হচ্ছে, মানুষ তখন আর একদিনের বাসি খবর পরের দিন জানার জন্য অপেক্ষা করে না। সব খবরই এখন চাই ইনস্টান্ট। আর এর ই ধারাবাহিকতায় অনলাইন নিউজ পোর্টাল এখন সারা বিশ্বব্যাপিই জনপ্রিয়তার শীর্ষে। প্রচলিত প্রায় সকল পিন্ট মিডিয়াগুলো সময়ের স্রোতে টিকে থাকার জন্য ছাফা পত্রিকার পাশাপাশি বের করছে অনলাইন সংস্করণ।

বর্তমানে বাংলাভাষায় দশ হাজারেও বেশি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে বলে ধারণা করা হয়। এখন অনলাইন নিউজপোর্টাল চালু করতে গেলে প্রয়োজন হয় লাইসেন্স বা নিবন্ধনের।

আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কি ভাবে আপনি একটি অনলাইন নিউজপোর্টাল শুরু করতে পারেন, কি ভাবে এর লাইসেন্স পেতে পারেন, এই সংক্রান্ত বিধি-বিধান এবং এর বিস্তারিত।

অনলাইন নিউজ পোর্টাল তৈরিঃ

অনলাইন সংবাদ পত্রের জন্য প্রথমে আপনাকে একটা নাম ঠিক করতে হবে এবং দেখতে হবে ঐ নামে ডোমেইন ফ্রি আছে কি না।

এর পর আপনাকে ডোমেইন এবং হোষ্টিং কিনতে হবে এবং একটা ওয়েব সাইট তৈরি করতে হবে। এ কাজের জন্য আপনি একজন ওয়েব ডেভলপারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন।

আপনার কম্পিউটার, অনলাইন, সাইবার সিকিউরিটি এবং সাংবাদিকতা বিষয়ে মোটামুটি জ্ঞান থাকতে হবে।

অনলাইন নিউজ পোর্টাল থেকে আয়ঃ

একটা অনলাইন নিউজ পোর্টাল থেকে বিভিন্ন ভাবে আয় করা যায়। এর মধ্যে উল্লেখ যোগ্য হল-

·         গুগল এডসেন্স

·         লোকাল স্পন্সার এডস্‌

·         অ্যাফিলিয়েট মার্কেটিং

·         ইনস্টান্ট আর্টিকেল

·         ইয়াহু এডস্‌, টাবোলা ইত্যাদি ছোট ছোট এড কোম্পানি থেকে।

একটা অনলাইন নিউজ পোর্টালের ইনকাম মূলত নির্ভর করে ডেইলি রেগুলার ভিজিটর, ডেইলি ইউনিক ভিজিটর, মান্থলি রেগুলার ভিজিটর, টোটাল পেজ ভিউ, অ্যালেক্সা র‍্যাঙ্কিং ইত্যাদির উপর।

বাংলদেশের বিখ্যাত কিছু অনলাইন নিউজ পোর্টাল হল- bdnews24.com, banglanews24.com, jago news24.com, bd24live.com, prothomalo.com, banglatribune.com ইত্যাদি।

অনলাইন নিউজ পেপারের নিবন্ধনঃ

অনালাইন নিউজপেপার হোক, আইপি টিভি হোক বা অনলাইন রেডীও, এট দ্য ইন্ড অফ দ্যা ডে ইটস্‌ এ বিজনেস। আর এই জন্যই আপনাকে ব্যবসা করার জন্য যেই রকম ডকুমেন্ট লাগে তা জোগাড় করতে হবে।

 

১। প্রথমে আপনার একটা অফিস এড্রেস দরকার হবে।

২। এর পর আপনাকে আপনার অনলাইন পত্রিকার নামে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। আপনি/আপনার ব্যবসা যে এলাকায়, সেই এলাকার ইউনিয়ন পরিষধ বা সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে।

৩। এর পর আপনার একটা TIN license বা (Tax Identification Number) সংগ্রহ করতে হবে।

৪। প্রতিষ্ঠানের নামে একটা ব্যাংক একাউন্ট খুলতে হবে।

৫। এর পর তথ্য অধিদপরের ওয়েব সাইট (http://pressinform.portal.gov.bd) থেকে অনলাইন নিউজ প্রকাশনা নিবন্ধনের জন্য আবেদন ফর্ম টি সঠিক তথ্য প্রদান করে ফিল-আপ করতে হবে।

৬। এর পর আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, প্রত্যয়ন পত্র বা হলফনামা এবং যাবতীয় সাপোর্টিং ডকুমেন্টেস্‌ এর ফটোকপি বা স্ক্যান কপি  জমা দিতে হবে।

অনলাইন রেডিও/টিভি বা আইপিটিভির জন্যও প্রায় একই ধরনের বিধান প্রযোজ্য। যাবতীয় ফর্ম (http://pressinform.portal.gov.bd) এই ওয়েব সাইটে পাওয়া যাবে।

অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন টীভি/রেডিও ইত্যাদি নিবন্ধন এবং দেখভালের জন্য জাতীয় সম্প্রচার কমিশন গঠন করা হবে। জাতীয় সম্প্রচার কমিশন থেকে নির্ধারিত ফি দিয়ে নিবন্ধনের আবেদন করতে হবে।

যেহেতু জাতীয় সম্প্রচার কমিশন এখনও গঠিত হয় নাই তাই এই কমিশন চালু হওয়ার পূর্ব পর্যন্ত তথ্য মন্ত্রনালয়ের অধিনে তথ্য অধিদপ্তরে আবেদনটি জমা দিতে হবে।

 

আবেদন পত্র এবং সংযুক্ত কাগজপত্র যাচাই বাচাই ও তদন্ত করে সব কিছু ঠিক থাকলে তথ্য অধিদপ্তর অনলাইন সংবদ পত্রটির লাইসেন্স প্রদান করবে।

এ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শের জন্য তথ্য অধিদপ্তরের প্রটোকল শাখায় (ফোন নম্বর : ৯৫১৪০৬৫ অথবা ০১৭১৫২৫৫৭৬৫) যোগাযোগ করা যেতে পারে।

সফল ভাবে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন করতে হবে। (http://pressinform.portal.gov.bd) এই ওয়েব সাইটে থেকে আবেদন ফর্ম ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে।

কোনো অনলাইন পত্রিকাকে নিবন্ধন দেওয়ার আগে পুলিশের বিশেষ বিভাগের কর্মকর্তরা ওই অনলাইন পত্রিকার অফিস পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে। সবকিছু যাচাই-বাচাই করে সন্তোষজক মনে হলে অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়া যাবে।

তো বন্ধুরা এই ছিল অনলাইন নিউজ পোর্টাল নিয়ে আজকের আলোচনা, দেখা হবে পরবর্তী ভিডীওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

 

Post a Comment

1 Comments

  1. At the identical time,free slots gamesattract players with high-quality graphics, captivating plots, and wonderful music. All 1xbet of these make slots essentially the most thrilling and diverse online on line casino video games. Whether you like traditionalfruit slotsor are impressed by ancientEgypt, you will find the sport easily!

    ReplyDelete