জমি,ফ্লাট, প্লট, চুক্তিপত্র, দানপত্র,হেবা, বায়না পত্র, উইল সহ সকল প্রকার দলিল রেজিষ্ট্রেশনের খরচ বের করুন অনলাইনে

Header Ads Widget

Latest

6/recent/ticker-posts

জমি,ফ্লাট, প্লট, চুক্তিপত্র, দানপত্র,হেবা, বায়না পত্র, উইল সহ সকল প্রকার দলিল রেজিষ্ট্রেশনের খরচ বের করুন অনলাইনে

    



 

আমাদের প্রয়োজনে আমরা প্রায় সবাই কম-বেশি জায়গা-জমি, ফ্লাট,প্লট, বায়নাপত্র,হেবা,দানপত্র,চুক্তি পত্র,বাটোয়ারা দলিল সহ বিভিন্ন প্রকার দলিল সম্পাদন করে থাকি। আইনগত বৈধতা দিতে বা সুরক্ষা পেতে এগুলোকে সরকারি রেকর্ডে অন্তর্ভূক্ত করা বা রেজিস্ট্রি করার দরকার হয়।

কোন দলিল রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হয় এটার সঠিক হিসাব সব সময় সবার জানা থাকেনা, বা সবসময় আপডেটেড তথ্য পাওয়াও মুশকিল হয়ে দাড়ায়, কারন বিভিন্ন সময় ভ্যাট, ট্যাক্স, শুল্ক, খাজনা বা কর আপডেট হওয়ার ফলে দলিল রেজিস্টেসনের খরচও ওঠানামা করে। এর ফলে অনেকেই দলিল রেজিস্টি করতে গিয়ে জটিলতার সম্মুখিন হন।

আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনি অনলাইনে মাত্র কয়েকটি ক্লিক করেই বের করতে পারেন কোন ধরনের দলিল রেজিস্ট্রি করতে কত টাকা খরচ হবে, কি ভাবে সহজে রেজিস্ট্রেশন ফি জমা দিবেন ইত্যাদি যাবতীয় বিস্তারিত বিষয় সম্পর্কে। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই।

প্রথমে আপনি আপনার কম্পিউটারের ব্রাউজারের এড্রেসবারে টাইপ করুন dolil.com এর পর ক্লিক করুন খরচ ক্যালকুলেটর

এই লেখার বাকী অংশ জানতে এই ভিডীওটি দেখুন

বন্ধুরা ভিডীওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, এইরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

Post a Comment

0 Comments