ভ্যাট কনসালটেন্ট | VAT Consultant | VAT Advisor | মূসক পরমর্শক হিসাবে লাইসেন্স পাওয়ার নিয়ম_2020

Header Ads Widget

Latest

6/recent/ticker-posts

ভ্যাট কনসালটেন্ট | VAT Consultant | VAT Advisor | মূসক পরমর্শক হিসাবে লাইসেন্স পাওয়ার নিয়ম_2020


যোগ্যতা-

অযোগ্যতা-

অটো লাইসেন্স-

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় সকল কাগজপত্র নির্ধারিত তারিখের মধ্যে মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেইনিং একাডেমি এর নিকট রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে। হাতে হাতে বা সরাসরি কোন আবেদন পত্র গ্রহণ করা হবে না। এবং আবেদন পত্র পাঠানোর আগে অবশ্যই একসেট ফটোকপি করে রাখবেন।

ঠিকানা

Customs, Excise and VAT Training Academy, Chittagong

Sagarika Road, Pahartoli

Chittagong, Chittagong Division, Bangladesh

ফোন নম্বর- 02-43150241

ইমেই এড্রেস- bcta2018@gmail.com

ফেসবুক পেজ লিংক- https://www.facebook.com/cevta2017/

ওয়েবসাইট এড্রেস- http://cevta.gov.bd

পরীক্ষা-

আবেদনের পর প্রার্থীকে ১০০ নম্বরের লিখিত ৫০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। ক্ষেত্রে প্রার্থীকে ভ্যাট আইন বিধি, ভ্যাট অনলাইন সিস্টেম, হিসাববিজ্ঞান, বাংলা ইংরেজি, কাস্টমস আইন, উন্নয়ন সারচার্জ লেভি আইন এবং আমদানি-রফতানি নীতি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের ওপর পরীক্ষা দিতে হবে।

মেইনলি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এবং মূসক পরামর্শক লাইসেন্সিং বিধিমালা ২০১৯ এবং এনবিআরএর অনলাইন ভ্যাট ওয়েব এপ্লিকেশন ব্যবহার এর উপর পরীক্ষা হবে।

পরীক্ষায় যেসব বিষয় থাকবে: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং বিধিমালা ২০১৬, প্রজ্ঞাপন ও আদেশসমূহ (৪০ নম্বর), কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ (২৫), সাধারণ গণিত (১০), বাংলা ও ইংরেজি (১০), আমদানি নীতি আদেশ, রপ্তানী নীতি, The Foreign Exchange Regulation Act 1947, The Import and Export (control) Act 1950 (১৫)।

পরীক্ষা খুব সম্ভবত চিটাগাং এ ভ্যাট ট্রেইনিং একাডেমিতে হয়ে থাকে।


লাইসেন্স ফি, লাইসেন্স এর মেয়াদ, লাইসেন্স নয়াবয়ন ফি

পরীক্ষায় উত্তীর্ণদের পাঁচ বছর মেয়াদি পরামর্শক লাইসেন্স ইস্যু করা হবে। মেয়াদ শেষে নির্দিষ্ট সময়ের ভিত্তিতে যথাক্রমে পাঁচ হাজার, সাত হাজার ১০ হাজার টাকা জমা দিয়ে লাইসেন্স নবায়ন করা যাবে।


এক্সাম সাপোর্ট/ ট্রেইনিং

মূসক পরামর্শক পরীক্ষার জন্য দেশে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান ৫০-৬০ ঘন্টার ট্রেইনিং কোর্স করিয়ে থাকে এবং এর জন্য তারা প্রতিষ্ঠান ভেদে কম বেশি ১০-২০ হাজার টাকা নিয়ে থাকে।

এছাড়াও বিভিন্ন আইনবইয়ের দোকান থেকে ভ্যাট, ট্যাক্স আইনের বই এবং এই পরীক্ষার জন্য বই এবং গাইড কিনতে পাওয়া যায়।

পরামর্শক সহকারী হিসেবে লাইসেন্স

ছাড়াও বিধিমালার আওতায় পরামর্শক সহকারী হিসেবে লাইসেন্স দেয়া হবে। মূলত এরা ভ্যাট পরামর্শকের সহকারী হিসেবে কাজ করতে পারবেন। জন্য পরামর্শক নিজস্ব প্যাডে এনবিআরে আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতাসম্পন্নরা পরামর্শক সহকারী হতে পারবেন। জন্য সহকারীর শিক্ষাগত যোগ্যতার সনদ, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয়তা সনদপত্রের সত্যায়িত কপি ৩০০ টাকার ট্রেজারি চালান আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

সহকারীর লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর থাকবে। একজন পরামর্শক তার লাইসেন্সের বিপরীতে পাঁচটি সহকারী লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। শুনানিতে উপস্থিত হওয়া ছাড়া পরামর্শক সহকারী পরামর্শকের পক্ষে যাবতীয় সব কাজ করতে পারবে। অবশ্য কোনো কারণে পরামর্শকের লাইসেন্স স্থগিত বা বাতিল হলে সহকারীর লাইসেন্স স্থগিত বা বাতিল হবে।

কোন অপরাধ করলে বা দায়িত্ব পালনে ব্যার্থ হলে দন্ড

পরামর্শক কী কী দায়িত্ব পালন করবেন, তার বিস্তারিত বিধিমালায় বলা আছে। দায়িত্বে বরখেলাপ করলে লঘু অপরাধের জন্য প্রতিবার ২৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হবে। তিনবার একই ধরনের অপরাধ করলে চতুর্থবার লাইসেন্স বাতিল বা স্থগিত করা হবে। আর পরামর্শক সহকারী অপরাধ করলে প্রতিবার ১০ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হবে। তবে পরামর্শক সহকারী একই অপরাধ চতুর্থবার করলে তার লাইসেন্স স্থগিত না করে সরাসরি বাতিল করা হবে।

লাইসেন্স পাওয়ার পর একজন ভ্যাট কনসালটেন্ট বিভিন্ন প্রতিষ্ঠানে, ভ্যাট এডভাইজার হিসাবে চাকুরী করতে পারেন, চুক্তি ভিত্তিক বিভিন্ন কোম্পানীকে কনসালটেন্সি দিতে পারেন। ফুলটাইম কাজ করতে পারেন কিংবা অন্য পেশার পাশাপাশি কাজ করতে পারেন

এবছরের ভ্যাট পরামর্শক লাইসেন্স আবেদনের এর গণ বিজ্ঞপ্তিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন-

এবছর আবেদনের শেষ সময়- ৩১ ডিসেম্বর পর্যন্ত

এন বি আর এর দেওয়া বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল ডাউনলোড লিংক

ভ্যাট ট্রেইংনিং একাডেমির ফেসবুক পোস্টেরলিংল্ক

আবেদন ফর্ম এর নমুনা/ আবেদন ফর্ম এর ছবি

মূসক-১৮.১ ফর্ম


 


 ধন্যবাদ



Post a Comment

0 Comments